সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আলী হোসেন। সাহিত্যকর্ম। ডিজিটাল (অনলাইন) সংকলন

কবিতা

আলী হোসেনের কবিতা, অনুচ্চারিত উচ্চারণ - কবিতা 

কবিতার পাতায় যেতে এখানে ক্লীক করুন

কবিতা আর গান - আসলে সহোদর। মানুষের জীবনে এরা একে অপরের পরিপূরক। তাই এদের ছেড়ে থাকা খুবই কঠিন কাজ। আলী হোসেন এমনই একজন মানুষ, যে এদের ছেড়ে থাকতে পারেনি। বলা ভালো, থাকতে চায়নি। কবিতা তাঁকে আপন করেছে কিনা সে জানে না, কিন্তু কবিতাকে সে ভালোবাসে, একথা সে গর্ব করে স্বীকার করতে পারে।

তাই জীবন-যন্ত্রণার ফাঁকে বাঁকে একটু অবসর পেলেই গান আর কবিতাকে আপন করে নিতে লিখেছেন কবিতা আর শুনেছেন বাংলা গান। স্বপ্ন দেখেছেন গান ও কবিতার গর্ভযন্ত্রনা উপভোগ করতে। কতটা পেরেছেন, তা বিবেচনার ভার রইল আপনার হাতে, এবং অবশ্যই সময়ের হতে। বিচারের দায়িত্ব আপনিও নিতে পারেন ছবির ওপর ক্লিক করে কিংবা এখানে। 


কবিতার খাতায় যেতে এখানে ক্লীক করুন

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ