সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আলী হোসেন। সাহিত্যকর্ম। ডিজিটাল (অনলাইন) সংকলন

আমার কথা

আলী হোসেনের দিনলিপি : আমার কথা

আলী হোসেনে দিনলিপি : আমার কথা
আমার কথা'য় যেতে এখানে ক্লিক করুন
আমার কথা : অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ - জীবনের প্রতিটা মুহূর্ত, অথবা সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম কিংবা সংস্কৃতি - প্রতিটি ক্ষেত্র, আমাদের চিন্তা ও চেতনাকে ছুঁয়ে যায়। ছুঁয়ে যায় অবিরত। এই ক্ষেত্রগুলো নিয়েই আমার কথা। 

অনেক কিছু আছে, যা আমরা ভুলে যেতে চাই; কিছু আছে, চাই এড়িয়ে যেতে। কিন্তু পারি কী? সবসময় পারি না। পারিনা বলেই চলতে চলতে ভাবতে থাকি। অনেক সময়, কিছু বলতে গেলেও ভাবতে হয়। এমন কী ভাবতে হয় ঘুমের মধ্যেও। এক মুহূর্তও রেহাই নেই ভাবনার এই চ্ক্রবুহ থেকে। আসলে, এ এক জীবন-যন্ত্রনা। আমার প্রাত্যহিক জীবনের এই যন্ত্রণাগুলোরই শাব্দিক প্রকাশ হল আমার কথা

আবার, একে জীবন যন্ত্রনা বলবো, না সৃষ্টিশীলতা? তা নিয়েও ভাবনা হয়। ভাবতে গিয়েই আসে নানান চিন্তার জলোচ্ছ্বাস। কখনও কখনও গভীর বাঁকও। তা ঠেলে বের হওয়ার চেষ্টায় জন্ম নেয় আরও সব অভিনব রং-বে-রঙের ভাবনার খরস্রোত। সেই স্রোত ঠেলে যাওয়ার মুহূর্তগুলোই টুকরো টুকরো আকারে ফুটে উঠেছে 'আমার কথা'য়।

আপনিও যদি এই ধরণের আবর্তে ঘুরপাক খাচ্ছেন বলে মনে করেন, আসুন আমার সঙ্গে। এক সাথে বৈঠা বাই কিংবা পথ হাঁটি। বিনিময় করি পরস্পরের অভিজ্ঞতা।
ক্লিক করুন আমার ছবির ওপর। কিংবা ক্লিক করুন এখানে 

আমার কথা'য় যেতে এখানে ক্লিক করুন





মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ